সাদামাটা মনটাই,
আজ দেখি ছারখার।
ঠিক ভুল মাপা তাই,
তুলে রেখে জীবনের নীতি পাঠ।
আজকের কাঁদে রাখা হাতটাই,
কাল দেখি ছুরি হাতে পিছু ধায়।
আজ যে সমব্যথী,
কাল সেই ব্যথা বুনে যায়।
পাতা জোড়া নীতি পাঠ,
ভুলে যাও সবি তার।
বাস্তবে জীবনের নীতি আজ,
শিখে ফেল দ্রুত শঠতা।
কারো যদি ভুল ধরে,
যুক্তিতে বলে ফেল ঠিকটা।
ধমকের সুর আসবে ভেসে......
বড়দের মুখে মুখে কথা বল,
শিক্ষিত তুমি রও মাথানত।