শহর ছুটছে সময়ের তালে,        
মুখ আর মুখোশের কোলাহলে।
এ শহর স্বপ্ন ফেরিওয়ালা সাজে,  
হাতছানি দিয়ে চলে মোহিনীর বেশে।  
এ শহরে যৌবন ভিড়ে রোজ,      
স্বপ্ন ভেলায় চোড়ে।  
এ শহর স্মৃতির ভাঁজে,
ধুলোর স্তূপে চড়ায় রঙের পরত।    
এ শহরের শৈশব গলিতে বাড়ে,  
ময়দান ফুঁড়ে ওঠে ইমারত।
এ শহরে পড়েথাকা জলাশয়,
শুধু করছে সভ্য সভ্যতার গরল সঞ্চয়।
এ শহরে অলিগলি হতে রাজপথে,
গন্ধ বিলায় সঞ্চিত জঞ্জাল স্তুপ।  
এ শহর মননে দেয় স্বার্থের সুড়সুড়ি,    
চেতনার ঘা মেরে চলে নিঃশ্চুপ।  
এ শহর দিনদিন জৌলুসে আধুনিক,
পাষাণের ভার বাড়ে যত তার হৃদয়ে।  
এ শহর ক্লান্তির থামা জানেনা,
অবিরত যুদ্ধ চলে তার অন্তর জুড়ে।    
এ শহর শখের বাগান পুষে টবে,
প্রলেপ লাগাতে মনের খোরাকে।  
এ শহর সম্পর্কের সীমানায় স্বার্থ মেপে,
অদৃশ্য সীমারেখা রোজ গড়ে।  
এ শহরে ভিড় করা যৌবন,  
নিয়ে ফিরে রোজ দিশাহীন ভবিষ্যৎ।  
এ শহর স্নিগ্ধ নয়নে নিরালা খুঁজে,  
শৌখিন সাজানো যান্ত্রিকতায়।  
এ শহর ব্যস্ত তখনো
সাথী করে গভীর রাতের নিঃসঙ্গতা।