রোজনামচার হিসাব ভুলের খাতা,  
দ্বন্দ্ব আঁচড় জমায় স্মৃতির পাতায়।
পথের দিশা, ফিরতি পথের গভীর নিশা।
চলতি জীবন, মুহূর্ত মাপে বিয়োগ কষা।  


আর একটা জীবন গাঁথছি,
নিজের ভিতর নিস্তব্ধতার চরম সীমানা।
নিজের খেয়ালে স্বপ্ন বুনছি,
জমাট বাঁধছে, রাশিরাশি পূর্ণ আর অপূর্ণতা।  


দুয়ে মিলে দ্বন্দ্বেরা প্রকট ভীষণ,  
স্তব্ধতা তবু হেরে জিতে প্রতিক্ষণ।
জীবনের চাকা টানে হাজার বাঁধন,
মনে গড়া ইমারত সুখে স্বপ্ন যাপন।  


জীবনের ভাঙাচুরা খণ্ড,
সম্পর্কের স্রোতে বয় অবক্ষয়।
লোলুপতা স্বার্থ মাপছে রোজ,  
জীবন স্থাপত্যের ছাই হাতড়ে ফিরছি তাই।