পৃথিবীর যেটুকু লাগে ভালো,
তারি ক্ষুদ্র কণা সঞ্চয়ে সঞ্চয়ে,
গাঁথি যুক্তির মালা খানি।
সেখানে প্রাণের মেলা,
অথচ সে মেলায় সহস্র অবহেলা,
কোথাসে ঈশ্বর কোথা তার মহত্ত্ব লীলা?
ধর্ম মানেত ধরে রাখেযে,
মনুষ্যত্ব সুধাপাশে,
আজ দেখি তার নামে.....
যত মনুষ্যত্বের বিভেদ কারবার চারপাশে।