আমরা নারী ছন্দে কবির।
আমরা নারী উপন্যাস, গল্পে।
আমরা নারী আকাশচারী।  
আমরা নারী দিন বদলের স্বপ্নে।  
আমরা নারী উপমাতে বীরাঙ্গনা,  
ইতিহাস হোক বা বর্তমানে।
এ সবিতো ব্যতিক্রমী,  
আসলে সত্য কজন মানি?  
আমরা নারী সমাজ চেনায়,
বাধার বাঁধন প্রতিপদে ঝুলছে।
চলন-বলন কিংবা নৈতিক স্খলন,    
ঠিক বেঠিকের গণ্ডী কি?
সমাজ আমায় তুমি মান্যতা দাও,  
তোমার নীতির মান্যতা কি?
আমার মুক্তির গল্প রটে,  
হয় সে সাবাড় চেটেপুটে।
তবু আমার অদৃশ্য শিকল বাঁধা,  
উড়তে গেলে চলে ডানা ছাঁটা।  
আমার শরীর যেন নয়ত আমার,
বন্ধকেতা রেখেছে সমাজ!  
দিনের আলো ফুরালেই ধন্দ কাটে,    
বেড়েচলা রাত স্বাধীনতার শরীর মাপে!  
সমাজ আসলে মেনেছকি আমিও মানুষ?
ভেবেছ কখনো আমায় এই শরীর বাদে?    
আমিও মানুষ তোমাদের মতই রক্ত মাংসে,  
আমিও তাতে মন পুষি এক তোমরাতা চাওনা মানতে!