নীরব প্রেমের গল্প কথা,
তবু তুফান জাগেলে অন্তরে।
ভীষণ আড়াল তবু নয়ন জোড়া,
প্রেম বিনিময় নিষ্পলকে।
গভীরতায় ডুবছি যখন,
তোমার ভীষণ প্রশ্রয়ে....
নিমিষে দিন ফুরায় তোমাতে বুঁদ হয়ে।
চলছিল বেশ অচল সময়,
অদৃশ্য কোন চক্র যানে ভর করে।
তেমনি এক দিন থামালো সেই নয়নি,
চঞ্চলতায় উঠল কেঁপে।
অন্তরে মোর দহন জ্বালা বজ্রাঘাতে ,
বুঝিনি নীরবে প্রত্যাখ্যান এত নিষ্ঠুরতা সঞ্চিত রাখে!