ভেদহীন যৌবন চুলো জ্বালে,
স্বপ্নের ভিড়ে বসে জলসা।


শীত রাত কাতরায় শিহরণে,
প্রেম হীন নীরব জ্বরের বাড়ে হাঁকডাক।


বন্ধন আছে তবু, তবু নেই....
টিকেথাকা আছে সুধু আড়মুড়ে।


ছিন্নেরা জুড়ে দেহ-মন খোরাকে,  
নিশ্চুপ হাতছানি কত রামধনু যাপনে।


আলো আঁধারির গলিপথ,
রোজ কত প্রেম হারে প্রেম জিতে।