উপেক্ষা দিয়ে সাজানো জীবন,
সেও নাকি জীবনের গল্প বলে!
গভীর রাতের সপ্ন,
কত নিরাশার বুকে প্রলেপ ঢালে।
স্মৃতির গভীরে চুপিসারে,
ফিরে আসে বার বার।
না বলা কথাগুলো আজো,
বিনিদ্র রাতে দিয়ে চলে সাথ।
রাতের পহরি আমিও সেজেছি,
বেতন পেয়েছি আবহেলা।
একান্ত সময়, সেতো আমার নয়!
তার সবটা জুড়ে তোরি কথা বলা।