রক্তাক্ত মিছিলে ওরা আজো হাঁটে।
রক্তের স্রোতে মিলিয়ে পা।
যুগ যুগ হতে ঝরিয়ে রক্ত,
শাসকের সাথে সংঘাতে।
চোখে চোখ হাঁটছে পথ,
দাবী আদায়ের সংগ্রামে।
লোলুপ দৃষ্টি তীক্ষ্ণ প্রখর...
যখনি তুলেছে মাথা তার।
ওরা তখনি বেঁধেছে জোট,
চোখে চোখ তার বিরুদ্ধতায়।
যদি ভাবো ওরা দুর্বল,
মাথা তুলবার নেই স্পর্ধা।
জেনে রাখ তবে ওরাই......
স্নেহের পরশে ফসলের খেতে,
লালন করে স্বপ্ন এক রাশ।
তপ্ত দুপুরে তোমার ইমারতে......
ওদের কত স্বপ্নেরা করে আছে ভিড়,
বেঁধেছে জমাট তার প্রতি খাঁজে।
ওদের সে হাত মুষ্টিবদ্ধ,
শিরদাঁড়া টান টান।
মাথা উঁচু রেখে ওরা.....
পদাঘাতে গুঁড়িয়ে ষড়যন্ত্রীর মাথা,
বিপ্লব হতে বিপ্লবে লিখে যাবে নাম।