দেখা হয়েছিল
চেনা রাস্তার ধারে ,
শীতকালীন সকাল ঘন কুয়াশার অন্ধকারে ।
কোনো কথা হলো না । নিরব মুখর ঘুমটাটা বড় করে আড় চোখে চেয়েছিল একবার ।
কিছু বলা গেলো না ।
অপরিচিত মানুষের মতো লম্বা দু পা বাড়িয়ে পাশ কেটে গেলো মায়া।


কিছু জানা গেলো না ,
কিছু জিজ্ঞেস করা হল না।
অন্তত কেমন আছো বলার সময় টুকুও যদি পেতাম, অলসতা একটুও আটকাত না ।