( অর্ধশত কাব্য )


আমি
একাধিক
প্রেম করেছি।  


ভ্রমরের মতন ,
এফুলে ও  ফুলে
উড়েছি  ঘুরেছি দিন রাত।  


লোকে বলে ,  
সবাই বলে ,
চরিত্রহীন আমি ,
তুমিও তো জানো তা।  
তবে কেন মিছে আশায় কষ্ট পেতে আসো।  
তোমাকে কষ্ট দিতে আমার খুব ভয় হয় ,


কারণটা জানি না।  
হয়তো তোমাকে ভালোবাসি।  


তোমাকে ভালোবাসতেও আমার খুব ভয় হয় ,
যদি আমি আবারো তোমাকে অন্য সবার মতো ঠকাই।  
আমি যে বসন্তের কোকিল ,
বেশি দিন থাকি না কারো প্রকৃতিতে।  


তুমি আর এসো না এখানে ,
তুমি আর হেসোনা ওমনে।