অরু তুমি বেশ অগোছালো ।
অগোছালো কোনো কিছুই আমার ভালো লাগে না ।
কিন্তু , কিন্তু তোমাকে আমার অগোছালো দেখতেই বেশি ভালো লাগে ।


অরু তুমি অগোছালোই থেকো , তোমার খোঁপা খোলা চুল কপালে এসে ভিড় জমালে আমার সেখানে ফু দিতে ইচ্ছে করে ।  তুমি আর খোঁপা করে চুল বেঁধ না প্লিজ । খোলা চুলে তোমাকে ভীষণ মানায় ।


শুধু তোমার রাগটাকে একটু নিয়ন্ত্রণে রেখো, কেমন? কারণ, তুমি রাগলে আমি ভয় পাই । তোমার রাগী রাগী চোখ দুটো দিয়ে তুমি আমাকে অনায়াসে খুন করে ফেলতে পারো , কিন্তু , কিন্তু আমি এতোটা অল্প সময়ে তোমায় ছেড়ে দূরে যেতে চাইনা ।


অরু ,তুমি এমন অগোছালোই থেকো , ভীষণ ভাবে অগোছালো , আমি তোমাকে গুছিয়ে তুলবো  কেমন ?  তুমি অগোছালো ভাবে শাড়ী পরো। তবে তোমার কাছে আমার একটাই আবেদন ,
তুমি শাড়িতে কুচি করা শিখতে যেওনা প্লিজ । ওটা আমার জন্য রেখে দাও ।


আচ্ছা তুমি কপালে টিপ পরো না কেনো ? কালো টিপ আমার ভীষণ পছন্দের । তুমি কপালে টিপ পরো কেমন ? তবে ভুল করেও যেনো কপালের ঠিক মধ্যিখানে পরোনা । সেখানে আমার ঠোট অধিকার খাটাতে চায়।


অরু তুমি হাহা করে হাসলে আমার ভেতরের খারাপ মানুষটার মৃত্যু হয় তোমার হাসির অপঘাতে।
তুমি সবসময় শব্দ করে হাসবে কেমন ?
তুমি শব্দ করে হাসলে আমার নিরানন্দ মন আনন্দে ভরে উঠে ।


- অহেতুক আবদার
- মাহমুদ সোহেল