আমার কি যেনো একটা হারিয়ে যাচ্ছে । এমন একটা শঙ্কা অবাধ পায়তারা দিয়ে যাচ্ছে প্রতিদিন। অথচ আমার হারিয়ে ফেলার মত অবশিষ্ট কিছুই নেই ।


কেউ যেনো পর করে দিচ্ছে । এই অহেতুক একটা হ্যালুসিনেশন বাড়িয়ে দিচ্ছে বুকের ভিতরে জ্বালা পোড়া । কিন্তু বাস্তবতা হলো ,, আমি কারো আপনই ছিলাম না কোনোদিন ।


কি যেনো একটা গুপন মায়ায় জড়িয়ে আছি । অনুভব করতে পারছি , কিন্তু বুঝতে পারছিনা ।


কোথাও যেনো কি একটা রেখে এসেছি মূল্যবান ।
কি যেনো ভুলে যাচ্ছি , কি যেনো মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে, কিন্তু মনে করতে পারছিনা ।


এমন বহু ভ্রান্ত চিন্তাভাবনা বিতৃষ্ণ করে তুলছে মানসিক অস্থিরতা। বাড়িয়ে দিচ্ছে অচেনা ব্যাথার তীব্রতা ।
অথচ আমি ভালো আছি , তারপরও আমি ভালো নেই ।


কবিতা_হ্যালুসিনেশন
কলমে_মাহমুদ সোহেল (প্রণয়)