জোর করে আমাকে ভালবাসতে হবে না।
তোমাকে মুক্ত করে দিলাম উন্মুক্ত আকাশ তরঙ্গে ।
তুমি শুভ্র মেঘের অনু হয়ে হারিয়ে যেতে পারো তোমার মত ।


ইচ্ছে না হলে আমাকে সময় দিতে হবে না ।
বিভিন্ন বাহানার গল্প বানাতে হবে না কষ্ট করে ।
নিজের সত্তার উপর থেকে সরে এসে আমাকে অধিকার দেখাতে হবে না।
তোমাকে মুক্ত করে দিলাম উন্মুক্ত আকাশ তরঙ্গে
তুমি শীর্ণ শিমুলের মত উড়ে যেতে পারো যেখানে তোমার মন চায়।


ইচ্ছে না হলে আমার খোঁজ নিতে হবে না।
আমি তো আর সরকারি সমিতির কর্মকর্তা কিংবা আদালতের মত কঠোর নই ।
আমাকে হাজিরা দিতে হবে না।
তোমাকে মুক্ত করে দিলাম উন্মুক্ত আকাশ তরঙ্গে।
তুমি সুতো ছেড়া ঘুড়ির মত
হারিয়ে যেতে পারো তোমার মত ।


আমি আমার মত থাকতে পারি ।
তুমি না আসলে আমি কষ্ট পাবো , এটা ভেবে আমাকে ছোট করো না ।
তোমাকে মুক্ত করে দিলাম উন্মুক্ত আকাশ তরঙ্গে
তুমি মুক্ত ,
তুমি মুক্ত,
তুমি মুক্ত।


_মাহমুদ সোহেল (প্রণয়