ভাবনার আকাশ উন্মুক্ত করে , কবিতা থেকে মুক্তি নিয়ে একদিন সবুজ ঘাসের সাথে পাহাড়ি কোনো বনাঞ্চলে এক সস্থির বিকেল কাটাতে চাই নিরিবিলি ।


একদিন উদ্বিগ্ন ক্লান্তি জড়িয়ে , সূর্যের সব বিক্ষিপ্ত তাপ গায়ে মেখে , নদী আছে কিংবা সমুদ্র হোক ,
স্রোত কিংবা ঢেউয়ের মত শব্দ ভেসে আসুক যুগল কর্নে ।
আমি এক মধ্য বিকেল ঘুমাতে চাই নিরিবিলি,


কালপ্রিটে শহরের বাইরে, ব্যস্ততা নেই অথবা পাখি আছে । বর্ষার কদম ফুল কিংবা ক্যান্ডেলিফ এর সুগন্ধি ভেসে আসে বাতাসে বাতাসে ।
এমন মুগ্ধতা নিয়ে পুকুর কিংবা হাওরের পাড়ে
এক পরন্ত বিকেল কাটাতে চাই নিরিবিলি ।


সময়ের বাঁধন বিচ্ছিন্ন করে , নিয়মের প্রাচীর ডিঙিয়ে ,
মানুষ নেই কিংবা ঝর্নার মত শব্দ আছে ।
মেঘলা আকাশ অথবা বৃষ্টি বর্ষিত হোক টিনের চালে ।
আমি এক বৃষ্টিস্নাত সকাল কাটাতে চাই একা একদম নিরিবিলি ।


~ইচ্ছে গুলো অনুভূতির
✍🏻_মাহমুদ সোহেল