মেয়েটা বোবা ,
অথচ মেয়েটা কথা বলতে পারে।  
মেয়েটার নীরবতায় অসংখ শব্দ ,


মেয়েটার কান্নায় জল গড়ায় না।  
নিষ্প্রাণ চেয়ে থাকে , অবুজ বালিকার মত।  


মেয়েটা এখন আর হাসে না ,
অথচ মেয়েটা ছিল হাসির সমুদ্র।  
লাল লাল ঠোঁটে আয়নার সামনে গিয়ে কপালে লাল টিপ্ পরে না।  
লাল কে তার রক্ত লাগে।  


মেয়েটা এখন আর বাহিরে যায় না।  
অথচ পুরো পৃথিবীটাই ছিল তার।  
পৃথিবীটা এখন জেলখানা  লাগে।  
আর মানুষ গুলোকে লাগে পশু।  


মেয়েটার নিঃশ্বাসে স্থিরতা নেই ,
নীরব , নিঃসঙ্গ আধার ভালো লাগে।  
বিভীষিকাময় দূষিত ধরণী , মেয়েটার এখন খারাপ লাগে।  
মেয়েটার খুব খারাপ লাগে।