দিনের অালো যখন দূর নীলিমায় হারায়,
তখন বিক্ষিপ্ত অালো গৌধূলী রং ছড়িায়
সন্ধ্যার খানিক পরে,তারারা জ্বলে উঠে অাকাশে
হাজার তারার ভিড়ে চাঁদ হাসে অাপন মনে
খুব বেশি মনে পড়ে তোমাকে।
চাঁদের পানে চেয়ে থাকি!
অালোর রাশি ছুঁয়ে যায় মনের যাতনা।
একাকী ভাবি,দু'চোখে তোমার ছবি
স্বপ্নকে অালিঙ্গন করে বুকের মাঝে রাখি
সর্বক্ষণ শুধু তোমায় ভাবি।
রাতের বেলা,চারিদিকে নিংস্তব্ধের খেলা
তবু জ্বলে মনে অাশার প্রদীপ
সুখ পাখিটা গিয়াছে উড়িয়া,
দেখিতে তোমায় অাপন করিয়া
বুঝে নিয় তুমি অামার কষ্টের অালপনা।