প্রায় সন্ধ্যায় ডেকে যাবে চারিদিক
দিনের অালো নিভে যাবে খানিক বাদে,
চারিদিক বৃষ্টিটে অাচ্ছন্ন
রিমঝিম সুরের ঢেউ খেলে,
বাতাসের প্রতিধ্বনিতে।
অাকাশে গৌধূলী রং এর অাভা
পৃথিবীকে করেছে অালোকিত,
এমন সময়,দূর এক বাঁশ বাগানে
ভিজে চলেছে নীরব হয়ে
অনাবিল ক্লান্তির রেশ নিয়ে
একটা পাখি অাপন মনে।
পাখিটা হয়তো পেয়েছে ব্যথা
তার মনে কষ্টের খেলা
প্রতিনিয়ত মনের মাঝে
সাগরের ঢেউ এর মতো
বিরহ অাছরে পরে
বেদনার নীল রং হয়ে।
হয়তো বা তার মনের ভেতরে
তুষের অাগুন খেলা করে,
মনে হয় ভীষণ জ্বালা,
জ্বালিয়ে পুড়িয়ে ক্ষার করেছে
পাখির ভেতর বাহির সবটা।
তুমি কি বুঝ?
পাখিটার মনের ব্যথা।
যদি বুঝতের পার
তবে বুঝবে তোমার বিহনে
অামার মনের সকল যন্ত্রণা।