জীবিকার তাড়নায় চলিছে মানুষ
জীবিকা অন্বেষণে,
গ্রাম-শহর শেষ সীমানা ছাড়িয়ে
নিজ দেশ ছেড়ে বিদেশ পানে,
ছাড়িয়া অাপন ঠিকানা
করিবে কাজ গড়িবে জীবন
হোক না কাজের ভিন্নতা।
একটা শিশু ক্লান্ত সে যে,
জীবিকার তাড়নাতে
রয়েছে বস্তা হাতে বাঁধা
চলছে পথ,ময়লা খুঁজে
পাবে কিছু টুকাই সে যে,
সারা দিন পড়ে থাকে,ময়লার অাভরণে
জীবিকার তাগিদে।