দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে
বীর বাঙ্গালী অানল কেরে,
  বাংলাদেশকে স্বাধীন করে।
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে
পেলাম মোরা স্বাধীন মুক্ত
  অামার মাতৃভূমি বাংলাদেশকে।
শহীদের রক্তে ভেজা অামার জন্মভূমি
  প্রতিটি মাটি কণা সোনার চেয়ে খাটি,
তোমাদের ছোঁয়াতে হয়েছে পরশ মণি
  এই অামার বাংলাদেশ অামার জন্মভূমি।
শহীদ তোমরা চির স্বরণীয়
  তোমরা গর্ব তোমরা অহংকার,
বুক ফুলিয়ে বলতে পারি
  অামরা বাংলা মায়ের সন্তান।