নারী তুমি মা জাতি
    হয় না তোমার তুলনা,
জন্ম অামার তোমার গর্বে
    তোমাকে জানাই হাজার সালাম।
তুমি না থাকলে হত না জন্ম
    এই পৃথিবী শালা,
তোমার মাঝে এই প্রকৃতির
    কারু কাজের মেলা।
তুমি অামার অগ্নি শিখা
    যুদ্ধ জয়ের হাতিয়ার,
তোমার মাঝে লুকিয়ে অাছে
    হাজার মায়ার অাধার।
নারী তুমি সাত রাজার ধন
    তোমায় পেয়ে ধন্য এ মন,
সকল সুখের উৎস তুমি
    সংসার জীবনের অালোকবাতি।
নারী জাতির অবদান
    যাবে না তো ভুলা,
কোন কিছুর বিনিময়ের
    ঋণ যাবে না শোধ করা।