জাগোহে,জনগণ উঠ জাগিয়া
কতই রইবে অার ঘুমাইয়া,
  হয়েছে সময় তাকাও চাহিয়া
   অারতো কষ্ট প্ররাণে সয়না।
বীর বাঙ্গলী মোরা সবায়
তবে কেন এত ভয়?
  সময় হয়েছে জাগো তোমরা,
   অন্ধকারে অার নয়।
মনেতে রয়েছে শক্তি জয়
হাতে রয়েছে অগ্নি শিখা-
  তবে কেন এত ভয়
   হিংস্র মানব দেখিয়া।
ভয়তো মোদের কাম্য নয়-
সুখযে মোদের সাথী;
  সময় হয়েছে ঝাপিয়ে পড়
   হিংস্র শয়তানের প্রতি।
অাধারে অাজ অাকাশ ঢাকা
ভয় করি না যে,
  জীবন দিয়ে করব ধ্বংস
   দেশের শত্রুকে।