ওগো মোর প্রিয়া,হে প্রাণ নন্দিনী
সূর্য স্নানে কর গোসল,
অাড়াল থেকে অবাক চোখে চেয়ে দেখি-
তোমার ওই পাগল করা রূপ খানি।
হাস তুমি হাসতে থাক মন ভুলিয়া
অবাক প্রকৃতি চেয়ে থাকে,তোমায় দেখিয়া
অাকাশ পানে উড়ে তখন মেঘের কায়া
তাহার মাঝে তোমার ছবি,দেখি নয়ন ভরিয়া।
পূবালী বাতাস ঢেউ খেলে অাপন মনে
দোলা দিয়ে যায় তোমার ঠোঁটের কোণে,
সেই বাতাস অাসে মোর কাছে
তোমার অনুভূতি শিহরণ জাগায় প্রাণে।
পাখি ডাকে মিষ্টি সুরে গাছের ডালে
নীরব স্থানে কয় কথা তোমার সনে,
তোমার সেই কথা গুলো গানের সুরে
বলে যায় পাখিরা অামার কাছে।
তোমার যতো অনুভূতি যতো ভালবাসা
সবি পাই এই অামি দিয়ে ভালবাসা,
তোমার যাহা সবি অামার হ্নদয় জুরে
সারা জীবন ভালবাসবো মন উজার করে।