অাকাশে বাতাসে দোল খেলে
মিষ্টি হাওয়া বহন করে,
  বৃষ্টি ভিজে অাপন মনে
   "রবিন্দ্র"তুমি রয়েছ সব জুরে।
তোমার ছোঁয়ায় সাহিত্য ভান্ডার
ছেয়েছে সারা বিশ্বময়-
  তোমার পরশে অালোকিত
   কাব্য,গল্প,উপন্যাস,প্রবন্ধ দ্বয়।
তোমার সোনালী ফসল ধারায়
ফলেছে কতো ফসল মেলা,
  অামরা তাহার ভোক্ত ভোগী
   গাইছি মোরা জয়ও পালা।
তুমি বেধেছ গান,কবিতা
লিখেছ কতো গল্প,কাব্য মালা
  সেই সব মোদের জীবনে
   পথ চলার বিষম রেখা।
তুমি ছিলে,তুমি অাছ
তুমি থাকবে সকলের মাঝে-
  বাংলা যতদিন থাকবে বেঁচে
   তুমি চিরদিন রবে হেসে।