"মা"কথাটির মাঝে লুকিয়ে অাছে
  হাজার সুখের মায়ার কায়া,
"মা"নামটা ডাকলে পরে
  শান্ত হয় যে মনের জ্বালা।
দশ মাস দশ দিন গর্ভে নিয়ে
  নিদারুণ কষ্ট বুকে পেতে,
হাজার জ্বালা মনে পুষে
  জন্ম দেয়"মা"সন্তানেরে।
এতো কষ্ট সহ্য করে
  জ্বালা পোড়া দেহের মাঝে,
সব কিছু"মা"যায় ভুলে
  সন্তানের মুখ দেখার পরে।
মায়ের তুলনা যায় না করা
  মায়ের ঋণ শোধ হয় না,
মায়ের তুলনা"মা"নিজে
  মাকে ভালবাস জীবন দিয়ে।
জন্ম তোমার মায়ের লাগি
  এই পৃথিবীর পানে অাসা,
মায়ের সেবা কর নিজে
  মাকে দিওনা কষ্ট জ্বালা।