সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা
দুষ্ট মজায় ভরা-
লেখাপড়া করে কিছু
দুষ্টমিতে পাকা।
সময় চলে নিয়ম মেনে
লেখাপড়া যায় যে সাথে
করে কিছু অল্প করে,
পড়লে পারে সুপ্ত জ্ঞানে।
নীরব সবায় পড়ার ক্ষণে
কেউ লেখে কেউবা পড়ে;
এরি ফাঁকে কিসের তরে-
হাসে অাঁখি নিজ মনে।
সাথে বসা শাপলা মালা
না হেসে কি থাকতে পারে।
রাজা মিয়া নামটি বাহা
মাঝে মাঝে হুঙ্কার করে।
প্রার্থ শরিফ লেখার ক্ষণে
ঝগড়া করে অাপন মনে।
মীম তানিয়া পাশাপাশি বসিয়া
লেখে দু'জন অালোচনা করিয়া।
অাছে শিউলি লেখা তার মিষ্টি
কথা বললে মনে হয়
মাইকের সুর শুনি।
অারেক জন অাছেন লাবনী তার নাম
কথায় কথায় বিচার দেওয়া
হয়ে গেছে তার কাম।
দুষ্ট সে যে সবার সেরা
নাম যে তার তুমিল মিয়া
লেখা দেখলে মনে হয়
বক পাখিদের হাটখানা।
এইতো সবায় সপ্তম শ্রেণীর
মিলে মিশে অাছে
সময়ের কাজ সময়ে করলে
সৌভাগ্যবান হবে হেসে।