মানুষ রুপে জন্ম নিয়ে
পেরেছ কি মানুষ হতে?
মানুষ নামের স্বার্থকতা
হয় কিসেতা পূর্ণতা।
জীবনতো একটাই
চলে গেলে ফিরে অাসে না অাবার
সাজাও এই জীবটাকে
মনুষ্যত্ব,বিবেক নামের হাতিয়ার দিয়ে।
হইও না বিবেকহীন,করনা অবিচার
মানুষের তরে মানুষ মোরা-
একে অপরের সাথী
চল সবাই বাই মানবতার তরি।
পরের বিপদে লাগাও কাজে
নিজের মনুষ্যত্ব ও বিবেকটাকে,
পরের দুঃখে কাঁদো তুমি
হাস তুমি পরের সুখে।
ভোগের চেয়ে ত্যাগে সুখ
এই কথাটা স্বরণ করে,
লাগাও কাজে নিজেকে
পরের জন্য বিলিন করে।