চোখের পানে চোখ রেখে
  যাওয়ার ওই গন্তব্য ভেবে,
উদাসী মনে হাওয়া দোলে
  ক্ষণে ক্ষণে চমকে উঠে-
মন পাখি কথা বলে
  নীরব হয়ে দুষ্ট ভাবে
চারিদিক পলক করে
  বিজলি চমকায় অাকাশ মাঝে।
অালোকিত ভুবন যে,
  খুঁজে ফিরি পাগল হয়ে
অন্তর দৃষ্টির মধ্য দিয়ে
  শেষের পাতা উল্টে নিয়ে
শুরু হয় সব ভুলে,
  একাকী এই মনের ক্ষণে
দুষ্ট হাসি খেলা করে।
  সুদূর পানে চোখ পরে
অাবছা ওই অালোর টানে,
  কথা বলে মনের সাথে
হ্নদয় জমিন তুচ্ছ করে
  মনের মাঝে ছবি এঁকে
বলছে পরাণ মন খুলে।
  'ভালবাসি শুধু তোমারে।'