গরীব হয়ে জন্ম নিয়ে করেছি পাপ
জীবন অামার বৃথাই গেল
পেয়ে নানা অত্যাচার।
দু'চোখ খুলে পাইনি বাবা
কিছু দিন পরে মা গেল মারা
হলাম অামি ছন্নছাড়া
শুরু অামার কষ্ট পাওয়া।
নিষ্ঠুর এই পৃথিবীতে,কেউ করেনা দয়া
খাওয়ার জন্য থাকি পথে বসে
কেউ করেনাতো মায়া।
রোগে শোকে জীবন মোর
থাকি পথের ধারে
গরীব বলে কেউ করে না
একটু অাদর মোরে।
পথের শিশু অামি এক
কষ্ট অামার সাথী
গরীব হয়ে জন্ম নিয়ে
হলেম মহা পাপী।