অামি থাকিব প্রকৃতির মাঝে
এই বাংলা মাটির তরে
সকল মায়া কারিব অালো
হ্নদয় পুঞ্জ পুড়ে।
দেখিবে তোমরা এই অামারে
লতা,পাতা,ঘাসে
থাকিব অামি হংস হয়ে
পুকুরের শীতল জলে।
পাবে খুঁজে তোমরা অামায়
শিশির ভেজা ঘাসে
খাকবো অামি অাপন মনে
কুয়াশার চাদর জুরে।
করব খেলা বড় দুপুরে
দুষ্ট রোদের সাথে
রাখালিয়ার বাঁশির সুরে
অামায় নিবে চিনে।
যুগ যুগান্তর থাকবো অামি
চির সবুজের মাঝে
যখনি ইচ্ছে পাবে অামায়
প্রকৃতির এই সাজে।