অাকাশ অাজ রক্তাত্ত লাল
বাতাস বইছে ছন্নছাড়া,
  হ্নদয় হয়েছে ক্ষত বিক্ষত
   মন রয় না মনের ঘরে
    রয়েছি অাজ একলা পড়ে।
শুকনো পাতার মতো মড় মড় করে
মনের দেওয়াল পড়েছে ভেঙ্গে,
  স্বপ্ন দেখিনা অাজ নিশিত রাতে
   ঘুম অাসেনা দু'টি চোখে
    রাত কেটে যায় অাপন মনে।
একি জীবন নাকি খেলা ঘর পাতা?
নিজেকে লাগে অাজ বড় অচেনা,
  অামি কি বেঁচে অাছি নাকি বেঁচে মরেছি?
   জীবন নদীতে হারাইয়া তরী
    দিশেহারা পাগল হয়ে খুঁজি।
বৃষ্টিতে ভেজা পাখির মতো এই অামি
একাকী একটি কোণে রয়েছি পরি,
  রোদ্রের ঝলক অাশার অালো
   হয়তো দিবে দেখা কোন একদিন
    এই অাশায়তো বেঁচে অাছি-
অাজও এই অামি।