রুপবতী কন্যা সে যে
  হাজার মায়ার কায়া,
একদিন তারে স্বপ্নে দেখে
  হলাম অামি দিবানা।
কি সুন্দর মুখখানা তার
  রঙ্গের ছড়া ছড়ি,
চোখেতে চোখ পরিলে
  পাই ভালবাসার অনুভূতি।
দেখিয়া তারে একটি পলক
  পাগল হল মনটা,
কি করে মনকে বুঝাই
  সে যে স্বপ্ন বিলাস।
অাসিয়া সে স্বপ্নের মাঝে
  দিবানা করিল মোরে,
প্রেমের হাওয়া লাগল
  মোর সারা অন্তর জুরে।
কি করে পাব তারে
  জানিনা তার ঠিকানা,
বিধির কাছে চাওয়া মোর
  দিও তারে অাপন করিয়া।