অাষাঢ় শ্রাবণ বর্ষার ঘনঘটা
চারিদিকে অনাবিল বৃষ্টির স্রোতধারা,
প্লাবিত চৌদিক পানির ছলতা
বৃষ্টির এক মাতলামো খেলা,
খেলে যায় প্রকৃতির মাঝে
অাপন হয়ে মিশে পানি,মাটির সঙ্গী হয়ে।
এমনি একদিন শান্ত দুপুর বেলা
চারিপাশে হঠাৎ করে মেঘের বারতা;
খানিক প্রকৃতি চুপ,কোলাহল থেমে
বৃষ্টি সব ঝরে পড়ে মাটির বুকে।
রিমঝিম সুর তুলেছে
প্রকৃতি খেলছে মধুর খেলা,
এমন সময় অামি একেলা
অানমনে ভেবে চলেছি তোমার কথা।
রয়েছি দূর অাকাশে চেয়ে
কেমন করে বৃষ্টি ঝরে মাটির বুকে,
একি শুধুই ভালবাসা
নাকি একে অপরের অন্তর হিয়া।
বৃষ্টির পরশে প্রকৃতি সাজে নীরবে
কেউ রাখে না তার খবর;
তাই বলে কি ভালবাসা থেমে থাকে,
চকিত নয়নে থাকে বৃষ্টি চেয়ে
মাটির পানে লুপ্ত নয়নে
অাপন করে নিতে নিজের করে।
তুমি প্রিয়া তেমনি ভাবে
রয়েছ মোর পরাণ জুরে।
অন্তরের অন্তর তুমি,তুমি ভালবাসা
থাকবে তুমি হ্নদয় মাঝে
চিরদিন সাথী হয়ে,সঙ্গী পথ চলার
তুমি যে শুধু অামার।