একলা ঘরে একলা অামি
একলা একা জাগি
একলা অামি তোর বিহনে
একাই স্বপ্ন অাঁকি।
দুঃখ অামার সঙ্গী হল
বন্দি কারাগারে-
অাছি ভাল তোকে ছাড়া
নিজে নিজের মাঝে।
ঝরে না অার শ্রাবণ ধারা
তোর কথা ভেবে,
ভাবি না অার তোর কথা
সময় নষ্ট করে।
তোর অপেক্ষায় পুড়ে না মন
অাপন কথা ভাবে,
শূণ্য হ্নদয় রিক্ত বুকে
দুঃখ খেলা করে।