স্বাধীনতার তেতাল্লিশ বছর পেরিয়ে
সভ্যতার ছোঁয়া রয়েছে অামাদের ঘিরে
প্রযুক্তি অাজ অামাদের ধার প্রান্তে
উন্নয়নশীল দেশ সকলে বলে।
অামরা পেয়েছি স্বাধীন দেশ
হয়েছি অামরা মুক্ত স্বাধীন
তবু কেন প্রশ্ন থাকে;
স্বাধীনতা মনে কি?
অামরা কি স্বাধীনতার অর্থ খুঁজি
নাকি স্বাধীনতার প্রতিফলন দেখি।
স্বাধীনতা কি ঘুটি কয়েকের জন্য?
নাকি সর্বজনতার কাম্য?
স্বাধীনতার এতো বছর পরেও
অামরা স্বাধীনতাকে খুঁজি,
একি ব্যর্থতা,নাকি সফলতা
কোন নামে অাখ্যায়িত করা যায়
তা কি অাছে সকলের জানা।
অাজও দেখি গ্রামের এক কোণে
দরিদ্র কৃষকের ঘরে,
দ'বেলা খাবারের জন্য
রোজ চলে অাহাজারি।
শীতার্ত এক বৃদ্ধ
শীতের প্রখর হিম বাতাসে,
জামা কাপড় শূণ্য
সকালের রোদকে খুঁজে ফিরে।
একি অামাদের স্বাধীনতা?
যেখানে অাজও খুঁজে পাওয়া যায়
দরিদ্র কৃষক ও শীতার্ত বৃদ্ধ
তবে একি অামাদের স্বাধীনতা।