বন্ধুত্ব মানে নিঃস্বার্থ ভালবাসা
বন্ধু মানে একে অপরের পরিপূরক হওয়া,
বন্ধু অাছে বলেই জীবন চলা
বন্ধু হল সুখ দুঃখের কায়া।
তেমন মোরা বন্ধু পাঁচ জনে
সুখে দুঃখে থাকি পাশে,
একে অপরের দুঃখে কাঁদি
হাসি যখন সুখ মিলে।
বন্ধু অামার মুকুল মিয়া
হাসি তাহার জীবন ধারা,
হাসে সে প্রাণ খুলে
মিশে থাকে সবার সাথে।
অামজাদ হোসেন বন্ধু অামার
বিচক্ষণাতে নাই জুরি তার,
প্রতিক্ষণ সে থাকে পাশে
সবায়রে সে ভালবাসে।
বন্ধু মোর অাসাদুল হক
সব কাজেই অাছে তার মত,
ডান অার বাম সব কিছু ভুলে
খুব খুশিতে থাকে সবার সাথে।
বন্ধু অামার একখান
সজিব তার নাম,
বুদ্ধি তাহার পাহাড় সমান
সব কাজেতেই যুক্তির বান।
অাছেন অামি মেহেদী হাসান
দুষ্ট মজা করা মোর কাম,
সকলের সাথে থাকি অানন্দ করি
সুখে কাটে মোদের রজনী।
এইতো অামরা পাঁচ জন
বন্ধু মানে অাপন জন,
সুখ দুঃখ ভাগাভাগি করি
সকলে মিলে একসাথে থাকি।