অদ্ভুত এক ঘুণ পোকা
  কুড়ে কুড়ে গ্রাস করছে,
অামাদের অস্তিত্বের সারস্বত
  অার বিলুপ করে দিচ্ছে মনুষ্যত্ব ও বিবেক।
ঘুণ পোকার কড়াল দংশনে
  নিম্নজিত অাজ প্রতিটি স্থান,
ছোট থেকে বড় সবার মাঝে
  লালসার লেলিনশিখা বিরাজওমান।
অামাদের এই দেশ সবুজে ভরা
  সবুজ অরণ্যের মাঝে এই ঘুণ পোকা,
সবকিছু নিজের মতো করে
  একটু একটু করে ধ্বংস করছে।
ঘুণ পোকার অস্তিত্ব এখন এমন-
  প্রতি স্তরে এর বিচরণ,
ভাল কি মন্দ বিচারের নাই গতি
  ঘুণ পোকা বলে,"অামিই এখন সবি।"
এই ঘুণ পোকার দরুনে,
  অামাদের দেশ একদিন হবে;
অতুল গহ্বর,শূণ্য মরুভূমি
  শুধু মরীচিকা দিবে হাতছানি।
ঘুণ পোকা এমন ভাবে কেটে চলেছে
  সব যেন ঠিক ঠাক অাছে,
চারিদিকে সততার অাভরণ
  মাঝখানে দুর্নীতির অাগ্রাসন।
এই যদি হয় চলমান ধারা
  সবায় যদি থাকে চুপটি করে,
অবশেষে একদিন অদ্ভত ঘুণ পোকা
  খেয়ে নিবে সব নিজের করে।