কোন দিন খুঁজিনি জীবনের মানে
জীবনের অর্থ কি তা জানিনে
জীবন চলেছে জীবনের নিয়মে-
গতি কি মন্থর,ভাল কি মন্দ
কোন দিন খোঁজ নেইনি অাগে।
অাজ যখন রয়েছি একা পড়ে
জীবনটা বড় নিঃসঙ্গ লাগে,
কেউ নেই পাশে
একা একা দিন চলে।
তুমি চলে যাবার সাথে সাথে
সুখ হারাল অচিনপুরে,
একটু ভেবে চুপটি করে
যখন ভাবি জীবন নিয়ে-
দেখি ওই দূর অাকাশে,
সূর্য ঢলে পরবে ক্ষণেক পরে;
তেমন অামার জীবন পাতে
সময় সব হারাল দূরে।
মরুভূমির তটে মরীচিকা ডাকে
তৃষার্ত পথিককে জল নিতে,
তেমন ভাবে তুমি করলে মোরে
মহা তৃষার্ত ভালবাসার তরে।
অামি রয়েছি তাকিয়ে তোমার অাশাতে
চাতক পাখির মতো নিঃশব্দে,
বারি হয়ে ঝড়বে তুমি
ভালবাসার টানে অাপন হয়ে।
সবি অামার ভুল জানা সত্ত্বে
মন মানেনা বেদনা নিতে,
নিংস জীবন মোর করিলা তুমি
তাই অাজ অামি জীবনের মানে খুঁজি।
জীবনকে সাজাবো অামি নতুন করে
যেথায় রবে শুধু জীবনের মানে,
কাঁদবোনা অার তোমার বিহনে
জীবন মানেই সামনের দিকে চলা।