তুমি অাসবে বলে-
প্রকৃতি অাজ সেজেছে অপরূপ সাজে।
তুমি অাসবে বলে-
ধরার বুকে খুশির বান ডেকেছে।
তুমি অাসবে বলে-
বৃষ্টিধারা নীরবে ঝড়ছে।
তুমি অাসবে বলে-
পাখিরা সব গান ধরেছে।
তুমি অাসবে বলে-
দক্ষিণা হাওয়া পাগল হয়ে ছুটে।
তুমি অাসবে বলে-
বাগানের সকল ফুল ঘ্রাণ বিলিয়েছে।
তুমি অাসবে বলে-
ভোরের শিশির এখনও জেগে অাছে।
তুমি অাসবে বলে-
মিষ্টি রোদ দুষ্ট খেলা খেলে।
তুমি অাসবে বলে-
হংসদল ডুব খেলা খেলে।
তুমি অাসবে বলে-
সূর্যের অালো প্রতিয়মান উজ্জ্বল ভাবে।
তুমি অাসবে বলে-
চাঁদ পূর্ণিমার অালো বিকশিত করে।
তুমি অাসবে বলে-
অামি চেয়ে থাকি তোমার পথ পানে।