ভালবাসার হাজারও মায়া নিয়ে
দু'চোখেতে স্বপ্নের ছবি এঁকে
হাসি তাহার জীবন ধারা
লজ্জা রাঙ্গা বধূ সেজে
অাসিল সে অামার ঘরে
করিল অালোকিত ঘরখানা মোর
সে যে অামার পরম প্রিয়া
জীবন সঙ্গীনি বধূ মোর।
অাসিল যখন সে অামার ঘরে
নতুন জীবনে পা ফেলিল সবে
মাস কয়েক কাটার পরে
ধরা দিল সে বাহুডোরে।
প্রেম অার প্রীতি অাছে যতো ভালবাসা
সব কিছু ভিড় করিল
নব বধূর পেয়ে ছোঁয়া।
হাসি অার দুষ্ট মজায়
কাটিত মোদের প্রতিদিনি
তিলেক দন্ড দূরে গেলে সে
প্রাণ বুঝি যেত চলে।
অামারে ছাড়িয়া সে একটা দিন
পারিতনা থাকিতে দূরে
বাপের বাড়ি গেলে সে
সদা থাকিত চাহিয়া
অামার পথ পানে।
ছাড়িয়া অামায় ব্যথা তাহার হৃদয় পুঞ্জপুড়ে
কেমনে রয়েছে নির্ঝন নিরালায়
শান্তিতে ঘুমায়া অন্ধকার কবরে।