তুমি অাজ অনেক দূরে
মহাসুখে অাছ নিজ মনে
ব্যথার একটা কঠিন পাথর
উপহার দিলে তুমি মোরে।
জানা ছিলনা ভালবাসার মানে কি
কষ্ট নাকি সারা জীবন বহমান বেদনা?
কোন নামে ডাকলে,
ভালবাসা কথাটি পাবে পূর্ণতা।
যে পথে তুমি হেটেছ
মোর হাতে রেখে হাত,
সেই পথে অাজও হাটি
তুমি হিনা শূণ্য পথ।
যে গাছ তলে বসেছিলাম তুমি অামি
এক সাথে পাশাপাশি চোখে চোখ রাখি,
অাজও অামি সেথায় বসি
দু'চোখেতে শ্রাবণধারা অবিরাম নিশি।
কাঁদিনা অামি কাঁদতে চাই না
তবু অবিরত ক্রন্দন হয় মনের মাঝে;
হৃদয় মাঝে হয় রক্তক্ষরণ
বেদনার নীল ঢেউ খেলে-
অাপন খেলা ভাঙ্গে মনের কুল,
অস্তিত্ব মোর বিলিন প্রায়
তুমি ছাড়া শূণ্য হৃদয়ে-
দুঃখ ব্যথা বেধেছে বাসা
ছুটি নিয়েছে সুখ।
একি ভালবাসার করুণ পরিণতি
নাকি ছলনাময় ভালবাসা!
জানিনা কিছু,একটা কথা জানি
তুমি হিনা দুঃখ গুলো,
অার কষ্টের নানা খেলা
সব রবে মোর পাশে;
তুমি শুধু রবেনা অার
অামার জীবনে সঙ্গী হয়ে।