কিসে হয় মানব জীবন স্বার্থকতা
অাছে কি তা জানা নিজের তরে,
জন্ম থেকে শুরু করে
জীবনের শেষ দিন ক্ষণে,
নিজ স্বার্থটা বড় করে
পেতে চায় সব নিজের করে।
পাওয়াতে কি সব সুখ?
নাকি সুখ অাছে ত্যাগে,
মানুষের জন্য মানুষ সবে
শোনা যায় লোকমুখে।
তবে কেন এতো ভেদাভেদ?
চলছে এতো হানাহানি,
গরিবের পেটে লাথি মেরে
প্রাসাদ গড়ে ধনী লোকে।
একি গরিবের করুণ ইতিহাস
নাকি নিয়তির অাপন খেলা-
মানুষ ঠকায় মানুষকে অাজ
করে নানা খেলার ছলনা।
মনুষত্ব অার বিবেক কোথায় হারাল?
কোথায় গেল মানবতা?
মানুষ মানুষকে ঘৃণা করে
নিজেই নিজেকে বড় বলে।