জানি তুমি অার অাসবেনা ফিরে
চলে গেছ অনেক দূরে,
হয়েছে ভালবাসা বিলিন তোমার তরে
শূণ্য হৃদয়ে হাহাকার মরুভূমি-
মন সে যে অচিন পাখি!
কোন কথা নেই নিজ মনে
নির্বাক এই পরাণ পাখি,
কষ্টের অাভরণে এই অামি
দুঃখের সাথে পাশাপাশি থাকি।
বিরহ হৃদয়ে উথাল পাথাল ঢেউ
ভেঙ্গে যায় মনের কুল,
অাছিল যতো স্বপ্ন রাশি রাশি
সব কিছু অাজ বিবর্ণ হয়ে-
হারাল দূরে অজানা ক্ষণে।
মনে ছিল যতো ভালবাসা অার
নব উদিত অাশার ভেলা,
ছিল যতো সুখের স্মৃতি
হাসি মাখা সময় ধারা
সকলি অাজ হয়েছে বিসর্জন
তোমার ছলনার খেলার তরে।
বিয়োগ ব্যথা ছাড়েনা যথা
যাহার সাথে চলন সঙ্গী,
প্রতিনিয়ত কাঁদায় সে যে
হয়ে তোমার অাপন প্রতিনিধি।