একদিন ভবের মেলা সাঙ্গ হবে
এই পৃথিবী ছাড়তে হবে,
অাছে যতো রঙ্গের মেলা
রং রবেনা সারা বেলা-
দুই দিনের এই ভবের মাঝে
অাসা যাওয়া নিয়ম সে যে,
কেউ রবেনা চিরদিনি
অাছে যতো বাহাদুরি অার ক্ষমতা,
ডাক পড়িলে ছাড়তে হবে
এই পৃথিবীর ক্ষণস্থায়ী মেলা।
রাখেনা কেউ নিজ খবর
সময় যে বহে প্রতি প্রহর,
বেলা শেষে কাঁদবে সে যে
চলে যদি সময় মিছে-
হবেনা কেউ সাথী পথের
অাছে যারা এই ভবের।
নিজ মন ভাব সদা
অাপন নয় জগৎ ধারা,
ভাল যাহা কর সবি
সঠিক পথে চালাও জীবনতরী।