অাজ অামি হয়েছি পথিক
  মিশব সকল প্রকৃতির মাঝে,
হারাব নিজে সবার সাথে
  থাকবো সেথায় অালিঙ্গন করে।
ভোরের কুয়াশার সাথে মিশে
  ঘাসকে করব সিক্ত হেসে,
থাকবো মিশে দুষ্ট রোদে
  ঝিলের পাড়ে অালোক করে।
হাসব অামি ফুলের হাসি
  ফুলের সাথে থাকবো মিশি,
গাইবো অামি পাখির সুরে
  একি কণ্ঠে পাখির সনে।
হব অামি সুর রাখালের
  ভর দুপুরে গাছের তলে,
বায়ু হয়ে দেব দোলা
  যখন হবে ক্লান্ত পথিক।
হব অামি বৃষ্টি ধারা
  মিশব অামি মাটির সাথে,
অালো ছড়াব রঙ্গিল অালো
  গৌধূলীর সাথে মিষ্টি হেসে।
অন্ধকার যখন নামবে ধরায়
  সন্ধ্যা হবার খানিক বাদে,
হব অামি পূর্ণিমার অালো
  চাঁদের সঙ্গে একি সাথে।
থাকবো অামি সবার সাথে
  করব মজা সঙ্গী হয়ে,
পথিক অামি সবার তরে
  হব একাকার মিশে থেকে।