গরিব বলে নেইকি মোদের
জীবনের কোন দাম,
গরিব বলেই নিতে হবে মেনে
ধনীর নানা অত্যাচার।
একি জীবন ধারা
নাকি সমাজের হালচাল,
গরিব হলেই নিতে হবে
সবচেয়ে নিচু স্তরে স্থান।
ধনী গড়ে অট্টালিকা গরিবের বুকে পা
সমাজ অাজ মেতেছে-
নানা অন্যায় অার অবিচারের খেলায়।
মানুষ ঠকায় মানুষকে
মানবতা অার কাকে বলে,
মনুষত্ব অাজ বিলিন হয়েছে
সভ্যতার নতুন সূচনা লগ্নে।
সবায় অাজ টাকার নেশায়
কার অাগে কে যাবে,
মুখে মুখোশ ভাল সেজে
প্রতিনিয়ত অভিনয় করে।
ছল ছাতুরি নিজের মাঝে
বড় হবে সবার অাগে
হোক তাতে কারো মন্দ,
নিজের ভাল হলেই হবে-
হোক তা বা কেউ নিঃস্ব।
গরিব ঠকে প্রতি কাজে
কেউ রাখেনা খোঁজ তাতে,
চলছে সদা এই নিয়মে
গরিব পিষে ধনী সাজে।