যখন তুমি চলে গেলে তখন বুঝিনি
বিরহ বেদনা কাকে বলে!
ছিলাম অামি নিশ্চুপ
মুখে ছিলনা কোন কথা,
নির্বাক হয়ে শুধু চেয়ে রয়েছি
তুমি চলে যাবার বেলায়।
সেই থেকে শুরু ক্রন্দন দিবানিশি
হৃদয়ে হয় রক্তক্ষরণ নিরবধি;
দেহের প্রতিটি রক্তকণা
হয়েছে অাজ এক একটি অগ্নিশিখা,
প্রতিক্ষণে তোমার বিহনে
বিস্ফোরিত হয় করে মনে জ্বালা পোড়া।
পারিনা সইতে মনের যাতনা
একি এক কঠিন খেলা,
নিজের কষ্ট নিজের মাঝে
এ এক অাজব জ্বালা।
বুঝিনি অামি মনের কথা
রাখতে ধরে পারিনি তোমায়,
তোমার সেই নয়ন পানে
ছলছল অশ্রু ছিল গোপনে-
হয়তো তুমি কেঁদেছিলে অশ্রু গড়িয়ে
সেই তোমার মনের যাতনা,
দিয়েছে অামায় প্রতিক্ষণ বেদনা।