অাজ তুমি কেন প্রিয়া
রইছ একা নীরব হইয়া?
মনটা তোমার খারাপ বুঝি?
চুপিসারে খুঁজছ নাকি
বলছ নাতো কোন কথা,
মুখ ভারি যথাতথা-
এ কেমন মনের ধারা
না বলিলে কোন কথা;
খুঁজব তবে কেমন করে
মন খারাপের কারণ যথা।
তুমি যদি থাক বসে
মুখ ঘোমড়া অাউলা কেশে,
তবে সেথায় বাসা বেধে-
থাকবে নিজের নীড় সাজিয়ে
কালো ভোমর অাপন করে।
তুমি প্রিয়া না খেয়ে
থাকলে বসে অনেক দূরে,
কে খাবে এখন তবে
নতুন পিঠা সকাল সাঝে।
কষ্ট বুঝি তোমার মনে
একটু তাকাও পিছন পানে,
নাচছে দেখ বিড়াল বেটা
তোমার জন্য সং সেজে।
অার থেকো না অভিমানে
অাস ফিরে অাপন নীড়ে,
দেখ তুমি দু'চোখ মেলে
পথ সেজেছে তোমার তরে।