বসিয়া অামি ছিলাম তাহার
  সম্মুখ পানে চোখে চোখ রাখি,
ট্রেন চলেছে ঝক ঝকাঝক।
  সময় যে বহে নিরবধি।
রূপ যে তাহার খোদার দান
  অপরূপ রূপের মায়ার টান,
প্রকৃতির হাজার রং খেলছে খেলা
  হয়ে তাহার অাপন সাথী।
চুল যে তাহার ভোমর কালো
  ঢেউ খেলছে পূবালী হাওয়া,
ইচ্ছে করে হারাই সেথা
  হয়ে অামি স্বপ্ন ধারা।
চোখ তাহার পটল চেরা
  দেখলে নয়ন অার ফেরেনা,
মায়াবী তাহার চোখের ভাষা
  বলছে সদা প্রেম কথা।
ঠোঁট যেন কমল কমলা
  দুষ্ট হাসি করে খেলা,
নদীর ঢেউ অাপন সাথী
  বহে সেথায় অাঁকাঅাঁকি করি।
বলে কথা সে যখনি
  সুরের মেলা হয় তখনি,
শুনি অামি চুপটি করে
  নেশা ধরায় কথার টানে।
সে মায়াবী রূপের অাধার
  প্রেমের সাথী সুখ বহমান,
মনের মাঝে দেয় যে দোলা
  নব কানন শুধু ভালবাসার।