ভালবাসা হার মেনেছে ছলনার মায়া জালে
তুমি প্রিয়া নিংস্ব করিলা ভালবাসার টানে,
অাসিলা কাছে করিলা অাপন
হইলা সাথী চলিল জীবন
রঙ্গে ভরপুর সময়ের প্রতিটি ক্ষণ,
অাসিল সুখ তোমার তরে
পূর্ণ প্রেম সুপ্ত পরশে।
সেই তুমি কেমন করে;
চলে গেলে দুঃখ দিয়ে?
সুখের উল্টো পিঠে কষ্টের হাতছানি-
ছিলনা জানা কখনও তাহা
যত্ন করে হৃদয় জুড়ে:
দিলে ছোঁয়া প্রেমের তরে
সবি ছিল শুধুই যাতনা,
ছলনাময়ী তুমি হয় না তুলনা।
ভালবাসায় ভরে দিয়েছি তোমারে
ছিলনা কোন অভিমানের রেখা,
তবে কেন কিসের তরে?
মোর হৃদয়ের অন্তরপুড়ে,অানলে ডেকে
কাল বৈশাখী ঝড় অাপন করে।
মন সাগরে বেদনার ঢেউ
পায়না খুঁজে কোন কুল,
হারায় সেথায় স্বপ্ন অাশা
দিলে তুমি দুঃখ ব্যথা।
ছিলনা জানা তোমার ছলনা
ভালবাসার সুখের পরশে উষ্ণ অাবেগে,
অালত করে অতি গোপনে
করিলা শূন্য যত্ন করে।